ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত “ভূমিকম্পের মানসিক প্রভাব” শীর্ষক একটি সিএমই (Continuing Medical Education) অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।অধিবেশনটি ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে কলেজের লেকচার গ্যালারি-০১-এ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা ভূমিকম্প-পরবর্তী মানসিক ট্রমা, আতঙ্ক, উদ্বেগ, বিষণ্নতা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD) বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। একই সঙ্গে দুর্যোগ-পরবর্তী মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় চিকিৎসকদের করণীয় ও সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ শুধু শারীরিক ক্ষতিই নয়,
দীর্ঘমেয়াদি মানসিক প্রভাবও সৃষ্টি করে। তাই দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়া জরুরি।অধিবেশনে অংশগ্রহণকারীরা এ ধরনের শিক্ষামূলক আয়োজনকে সময়োপ
যোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন। ভবিষ্যতেও মনোরোগবিদ্যা বিভাগের পক্ষ থেকে এ ধরনের সিএমই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।