ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন মাত্র ১০৯ জন, যা মোট প্রার্থীর ৪ দশমিক ২৪ শতাংশ।
নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র ২২টি দল নারী প্রার্থী দিয়েছে। বাকি ২৯টি দল, যার মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উল্লেখযোগ্য, কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি। সবচেয়ে বেশি নারী প্রার্থী হয়েছেন স্বতন্ত্র হিসেবে—সংখ্যা ৪১ জন।
নারী রাজনৈতিক অধিকার ফোরাম জানিয়েছে, রাজনৈতিক দলগুলো ঘোষিত ন্যূনতম ৫ শতাংশ নারী মনোনয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার নারী প্রার্থীর কম অংশগ্রহণকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বলেন, এতে পুরুষতন্ত্রই আবারও জয়ী হলো।
এদিকে মনোনয়নপত্র জমা দেওয়া নারী প্রার্থীদের মধ্যে অন্তত ২৭ জন কোটিপতি বলে হলফনামা বিশ্লেষণে জানা গেছে।