বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে স্টল বরাদ্দের আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আবেদনপ্রক্রিয়া চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের বইমেলায় অংশ নেওয়া পুরোনো প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগের আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টল পেতে চাইলে অনলাইনে আবেদন করতে পারবে। এজন্য ১৮ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত www.ba21bookfair.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ চুক্তিপত্রের প্রথম ও শেষ পাতা, লেখককে দেওয়া সম্মানীর সাম্প্রতিক প্রমাণক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে গ্রন্থ জমা দেওয়ার রসিদ বা প্রত্যয়নপত্র এবং অগ্নি ও সাইক্লোন বীমার প্রমাণক আপলোড করতে হবে।
অন্যদিকে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান অথবা আগের তুলনায় বড় স্টল বা প্যাভিলিয়ন পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে সরাসরি আবেদন করতে হবে। তারা বাংলা একাডেমি থেকে আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যসংবলিত আবেদন বইসহ (২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত কমপক্ষে ৩০টি মানসম্মত বই) ২০ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত জমা দিতে পারবে।
আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের নিচতলায় অবস্থিত অভ্যর্থনাকক্ষে। সময় নির্ধারণ করা হয়েছে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।