বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
এই মুহূর্তের খবর :
নির্বাচনি ট্রেনে হাতেগোনা নারী ত্রয়োদশ সংসদ ভালোবাসা ও নির্যাতনের দ্বন্দ্ব পুরুষের হাত: ভালোবাসা ও নির্যাতনের দুই রূপ ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, তরুনদের চাকুরীর অধিকার দিতে হবে। স্মরণীয় জুয়েল শ্রদ্ধাঞ্জলি: গানের ভেতরেই যিনি থেকে গেলেন নিমন্ত্রণ __ জসীম উদ্‌দীন—(ধান ক্ষেত কাব্যগ্রন্থ) বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা নাড়ী আচলের ভালোবাসা -মো: আশিকুর রহমান স্বাধীন জনসমর্থনে ব্যবধান মাত্র ১.১ শতাংশ বিএনপি ৩৪.৭%, জামায়াত ৩৩.৬ শতাংশ পাবনায় আমার দেশ পত্রিকার পাঠকমেলার উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ চব্বিশের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রথম জামিন

চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের ‘The Spirit of CMC Award’ প্রদান

স্টাফ রিপোর্টার / ২২৬ জন দেখেছেন
আপডেট : December 9, 2025

মেলবোর্ণ, অস্ট্রেলিয়া: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রাক্তন শিক্ষার্থীদের বৈশ্বিক পুনর্মিলনী উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্ণে অনুষ্ঠিত হলো বিশেষ সম্মাননা স্মারক ‘The Spirit of CMC Award’ প্রদান অনুষ্ঠান। গত ২২ নভেম্বর মেলবোর্ণের উপকণ্ঠে ফিলিপ আইল্যান্ড সংলগ্ন সান রেমো এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে শুধুমাত্র সিএমসিয়ানরা উপস্থিত ছিলেন।

চমেক প্রাক্তন শিক্ষার্থীদের বৈশ্বিক পুনর্মিলনীর ইতিহাসে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর আগে উত্তর আমেরিকার পুনর্মিলনীতে CMCNA বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘Lifetime Achievement Award’ প্রদান করে আসছিল। সেই ধারাবাহিকতায় এবার নতুন নামে—‘The Spirit of CMC Award’—সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা সিএমসিয়ান পরিচিতিকে মর্যাদা ও মূল্যবোধের উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তারাই প্রকৃত অর্থে ‘CMC Spirit’ ধারণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের মানবিক ও সৃজনশীল পরিবেশ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়বদ্ধতা গঠনে যে ভূমিকা রাখে, সেই মূল্যবোধেই অনুপ্রাণিত হয়ে এই সম্মাননার সূচনা।

এবারের সম্মাননা প্রাপ্ত তিন গুণী সিএমসিয়ান:

১. অধ্যাপক কাজী কামরুজ্জামান (৫ম ব্যাচ)
– মুক্তিযুদ্ধে ভূমিকা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিশেষ অবদান।
(তিনি একুশে পদকপ্রাপ্ত।)

২. অধ্যাপক ইমরান বিন ইউনুস (১৫তম ব্যাচ)
– চিকিৎসা শিক্ষায় অবদান এবং চমেক পরিবারের মৈত্রী ও সংগঠনী ঐক্য সুদৃঢ় করণে অগ্রণী ভূমিকা।

৩. অধ্যাপক পারভেজ করিম (২১তম ব্যাচ)
– সমাজসেবায় বিশেষ অবদান।

অনুষ্ঠানে অধ্যাপক পারভেজ করিম ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আগত ফজলুল ইউসুফ (১৫তম ব্যাচ)। অন্যদিকে অধ্যাপক ইমরান বিন ইউনুস এবং অধ্যাপক কাজী কামরুজ্জামান ব্যস্ততা ও দীর্ঘ ভ্রমণ সত্ত্বেও বাংলাদেশ থেকে মেলবোর্ণে উপস্থিত হয়ে সিএমসিয়ানদের এ উদ্যোগকে সম্মান জানান।

বিশেষ করে অধ্যাপক কাজী কামরুজ্জামান তাঁর ৮৪ বছর বয়সেও লন্ডনে দুই দফা ভ্রমণ এবং শ্রীলংকায় একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের মধ্যেও সময় বের করে চার দিনের জন্য অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা বলেন, “এ সম্মাননা তাঁদের মুকুটে নতুন পালক যোগ করার উদ্দেশ্যে নয়; বরং তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁদের জীবন ও কর্মকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরার প্রয়াস।”

আয়োজকদের ভাষ্যে, ‘The Spirit of CMC Award’ এই পুনর্মিলনীর অন্যতম বিশেষ আকর্ষণ ছিল। এটি ছিল সিএমসিয়ানদের প্রতি তাঁদের অবদানের স্বীকৃতি এবং কৃতজ্ঞতার প্রকাশ—ঋণ পরিশোধ নয়, বরং ঋণ স্বীকারের এক অনন্য মুহূর্ত।


অন্যান্য সংবাদ