বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের ত্রি—বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২১ জানুয়ারী বুধবার ইন্টারকন্টিনাল ঢাকা এর ক্রিস্টাল হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির বিদায়ী কমিটি সদ্য নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সভার প্রথম অংশে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সদ্য বিদায়ী সভাপতি মোঃ টিপু সুলতান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাহফুজ হাসান। বার্ষিক সাধারণ সভায় ২০২৪—২০২৫ সালের কার্য বিবরণী পেশ করেন সাধারণ সম্পাদক আরশেদ আলম পুলক ও নিরীক্ষিত হিসাব বিবরণী উপস্থাপন করেন পরিচালক (অর্থ) মনিরুজ্জামান মনির । সভায় নিরীক্ষিত হিসাব বিবরণী পাস হয় এবং ২০২৬—২০২৭ সালের বাজেট অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হাবীব রশীদ, সদস্য কাজী মোঃ আসাদ ও কাওসার হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনে বিজয়ী সভাপতি, সাধারন সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সাতজন সহসভাপতি ও ১১ জন পরিচালকের নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান। তারপর নতুন সভাপতি মাহফুজ হাসানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন মোঃ টিপু সুলতান। নতুন এই কমিটি ২০২৬—২০২৭ মেয়াদে বিএমইআইএসএ কে নেতৃত্ব প্রদান করিবেন। নব নির্বাচিত সাধারন সম্পাদক হচ্ছেন মোঃ মাসুমুল হক, সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন, সাত সহসভাপতি হচ্ছেন মোঃ শহিদুল হাসন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন খান, মাহবুবুর রহমান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মনসুর আহম্মেদ, সুশীল চন্দ্র সিংহ। যুগ্ন সাধারন সম্পাদক হচ্ছেন সৈয়দ মাহমুদুর রশিদ ও মোঃ মনিরুল হাসান। পরিচালকবৃন্দ হচ্ছেন মনিরুজ্জামান মনির, আরশেদ আলম পুলক, নাহিদ আক্তার, মির মোশাররফ হোসেন, শেখ মাসুম, অমল কান্তি শর্মা, মোঃ মাহমুদ সর্দার, মোহাম্মদ কাওসার মনি ও মোঃ হাসানুজ্জামান।
সভায় বিএমইআইএসএ এর নবনির্বাচিত পরিচালনা বোর্ড সদ্য বিদায়ী পরিচালনা বোর্ডের কাছ থেকে এসোসিয়েশনের দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে উপস্থিত সদস্যদের পক্ষ থেকে নবাগত সভাপতি, সাধারন সম্পাদক, সহসভাপতি ও পরিচালকবৃন্দদের করতালী দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী কার্যনির্বাহী কমিটিকে সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে এসোসিয়েশনের শতাধীক জেনারেল সদস্য উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি পরিচালনা করেন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রশিদ ও মোঃ মনিরুল হাসান।